কলকাতা: কলেজ সার্ভিস কমিশনের (College Service Commission) চেয়ারম্যান বদল। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান (College Service Commission Chairman) পদ থেকে সরিয়ে দেওয়া হল অধ্যাপক দীপক করকে (Dipak Kar)। তার জায়গায় নতুন চেয়ারম্যান হলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক সৌরেন বন্দোপাধ্যায়। কলেজে সার্ভিস কমিশনের অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছভাবে হচ্ছে না বলে গত সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেন সিদ্দিক হোসেন নামে একজন অধ্যক্ষ পদপ্রার্থী। সেই কারণেই দীপক করকে সরিয়ে দেওয়া হল বলে মনে করা হচ্ছে।
দীপক কর কিছুদিন আগেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice Chancellor Vidyasagar University) পদে নিযুক্ত হয়েছেন। ২০১৭ -র ২৭ নভেম্বর কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন দীপক কর। অধ্যাপক দীপক করকে কলেজ সার্ভিস কমিশনের (CSC) চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়নি, বরং তিনি এই পদে থাকাকালীন নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠেছিল। অভিযোগ,নিয়ম অনুযায়ী কাজ না করা, একাধিক পদ একসঙ্গে ধরে রাখা। ২০১৭-১৮ সালের নিয়োগ প্রক্রিয়ায়, অধ্যাপক দীপক করের নেতৃত্বাধীন কমিশন অস্বচ্ছতার অভিযোগের মুখে পড়ে। অভিযোগ ছিল, মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও অনেককে চাকরি দেওয়া হয়েছে, যার জন্য তিনি ব্যক্তিগতভাবে দায়ী। অনেক বঞ্চিত প্রার্থী তদন্তের দাবি জানায় এবং পদ থেকে পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করে। কলেজে সার্ভিস কমিশনের অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছভাবে হচ্ছে না বলে গত সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেন সিদ্দিক হোসেন নামে একজন অধ্যক্ষ পদপ্রার্থী। সেই কারণেই দীপক করকে সরিয়ে দেওয়া হল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: উচ্চ প্রাথমিকের নিয়োগে সুপার নিউমেরারি পদ বাতিল, নির্দেশ হাইকোর্টের
অন্য খবর দেখুন







